বিতর্কিত সেলফি নিয়ে ইসরাইলপন্থিদের দাবি প্রত্যাখ্যান আফ্রিদির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক একটি ইসরাইলপন্থি গোষ্ঠীর দাবি প্রত্যাখ্যান করেছেন। ওই গোষ্ঠীর দাবি ছিল, শহীদ আফ্রিদি হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তাদের আহ্বানে একাত্মতা প্রকাশ করেছেন।
ইসরাইলপন্থি গ্রুপটি তাদের দুই সদস্যের সঙ্গে শহীদ আফ্রিদির ছবি পোস্ট করে ওই দাবি করেছিল। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তারা ছবিটি দিয়ে ক্যাপশন অনেকটা এ রকম দিয়েছিল—‘আফ্রিদি গত রোববার ম্যানচেস্টারে আমাদের এনডাব্লিউএফওর নজরদারিতে জিম্মিদের মুক্তির জন্য, আমাদের আহ্বানের জন্য তার সমর্থনের প্রস্তাব দেওয়া বন্ধ করে দিয়েছেন। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ, শহিদ!’
তাদের দাবির জবাবে, আফ্রিদি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন—কল্পনা করুন ম্যানচেস্টারের (ইউকে) একটি রাস্তায় হাঁটছেন এবং তথাকথিত ভক্তরা সেলফির জন্য আপনার কাছে আসছেন। আপনি তাদেরকে ছবি তোলার সুযোগ দিতে বাধ্য। কিছুক্ষণ পর তারা এটিকে ইহুদিবাদী সমর্থনের কিছু রূপ হিসাবে আপলোড করে দেয়।
ইসরাইলের নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অফ ইসরাইলের দাবিগুলোকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করে সাবেক এ ক্রিকেটার নেটিজেনদের উদ্দেশে বলেন— সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সব কিছু বিশ্বাস করবেন না।
‘ফিলিস্তিনে নিরপরাধ মানুষের কষ্ট সত্যিই হৃদয়বিদারক। এভাবে ম্যানচেস্টারে শেয়ার করা যে কোনো ফটো বা অ্যাসোসিয়েশন মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকা যে কোনো পরিস্থিতির জন্য আমার সমর্থনকে প্রতিফলিত করে না। আমি সারা বিশ্ব থেকে ভক্তদের সঙ্গে ছবি তুলি এবং এই পরিস্থিতিও আলাদা ছিল না। আমি শান্তির জন্য প্রার্থনা করি, আমি এই যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করি, আমি স্বাধীনতার জন্য প্রার্থনা করি’ যোগ করেন শহিদ আফ্রিদি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস হামলা চালায়। ইসরাইলের দাবি, হামলায় প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনেরও বেশি জিম্মিকে আটক করে।
পরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে হামলায় ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইল বলছে, তাদের অভিযানের উদ্দেশ্য হামাসকে হুমকি হিসেবে নির্মূল করা এবং বাকি জিম্মিদের মুক্ত করা।
সূত্র: জিও নিউজ।