Logo
Logo
×

আন্তর্জাতিক

ভিয়েতনাম রাশিয়ার অন্যতম নির্ভরযোগ্য অংশীদার: পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম

ভিয়েতনাম রাশিয়ার অন্যতম নির্ভরযোগ্য অংশীদার: পুতিন

ভিয়েতনামকে রাশিয়ার অন্যতম নির্ভরযোগ্য অংশীদার বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দক্ষিণ এশিয় দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সম্মানের সঙ্গে অনেক ত্যাগ স্বীকার করেছে।

বৃহস্পতিবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এসময় অতিথিপরায়ণ ভিয়েতনামের আতিথেয়তায় মুগ্ধ রুশ নেতা বলেন, ‘ভিয়েতনামের অতিথি হওয়াটা আসলেই আনন্দের বিষয়। আমরা উভয়ে একে অপরের দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার। আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে রাশিয়া ও ভিয়েতনামের সম্পর্ক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং পারস্পারিক সম্মানের সঙ্গে একে অপরকে সব ক্ষেত্রে সহযোগিতা চলেছে। ’

পুতিন এসময় ফরাসী ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে রক্ষায় এবং পরবর্তীতে একটি যুদ্ধোত্তর সামাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম পুনর্গঠনে ভিয়েতনামিদের বীরত্বপূর্ণ সংগ্রাম, কার্যকর সহায়তা ও অবদানের কথা তুলে ধরেন। 

পুতিন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে ভিয়েতনামও এটি মনে রাখে এবং স্মৃতিকে লালন করে।’ তথ্যসূত্র- তাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম