ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ভার্জিনিয়া হিসলপ। যিনি ১০৫ বছর বয়সে মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন তিনি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিক স্বামীর যুদ্ধে ডাক পড়ায় সে সময় তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হয়নি। বাদ ছিল চূড়ান্ত থিসিস জমা দেওয়া।
দীর্ঘ ৮৩ বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তাকে স্নাতকোত্তর ডিগ্রি দিয়েছে। রোববার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সমাবর্তন আয়োজন করে ভার্জিনিয়াকে স্নাতকোত্তর ডিগ্রি দেয়।
শতবর্ষী এই নারীকে সেময় দেখা গেছে প্রাণোচ্ছল। তিনি ক্যাম্পাসে এসেছিলেন হুইল চেয়ারে। যদিও তার সেই অসমাপ্ত থিসিস জমা দেওয়ার দরকার হয়নি। এনবিসি নিউজ।