ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তার দুই কন্যা সাশা এবং মালিয়ার রাজনীতিতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কম। কারণ তাদের মা মিশেল ওবামার সিদ্ধান্ত এবং এ কারণেই কন্যাদের রাজনীতি থেকে সরিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি ইন্ডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট লস অ্যাঞ্জেলেসে মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে জো বাইডেনের জন্য একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা জানান।
অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার মেয়েরা রাজনীতিতে আপনাকে অনুসরণ করবে কিনা।
জবাবে ওবামা বলেন, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা মেয়েদের রাজনৈতিক ক্যারিয়ার থেকে দূরে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মালিয়া ওবামা দুই ভাইবোনের মধ্যে বড় বর্তমানে চিত্রনাট্য রচনা এবং পরিচালনা পেশায় রয়েছেন। তিনি সম্প্রতি ‘দ্য হার্ট’ নামে একটি ১৮ মিনিটের শর্ট ফিল্ম পরিচালনা করেছেন যা ২০২৪ সালের জানুয়ারিতে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল।
ছোট মেয়ে সাশা ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ২০২৩ সালের মে মাসে সমাজবিজ্ঞানে স্নাতক হন।
এদিকে, মিশেল অস্বীকার করেছেন ২০১৭ সালে স্বামী (ওবামা) হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে তিনি অফিস করছেন।
এর আগে ২০২৩ সালে একটি সাক্ষাৎকারে মিশেল বলেছিলেন তিনি 'রাজনীতিতে কখনো কোনও আগ্রহ প্রকাশ করেননি।