হামাসের ফাঁদে পা দিয়েছে ইসরাইল: মেলোনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০৫:৫২ পিএম
ইসরাইলি সরকার গাজা যুদ্ধে হামাসের পাতা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জি৭ সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জর্জিয়া মেলোনি বলেছেন, ইসরায়েল একটি ফাঁদে পা দিয়েছে। আর এই ফাঁদটি ইসরাইলের জন্য পেতেছে হামাস। আর সেটি হলো ইসরাইলকে বিচ্ছিন্ন করে ফেলা।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, হামাসের লক্ষ্য ছিল ইসরাইলকে বিচ্ছিন্ন করা, আর সেটি এখন কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে।
এসময় তিনি গাজায় চলমান ইসরাইলি হামলা প্রসঙ্গে বলেন, গাজায় গত ৭ অক্টোবর থেকেই নারী ও শিশুদের ওপর হামলা চলছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি।
প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরাইলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেন মেলোনি।
এদিকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি৭ নেতারা রাজি হলেও, ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী।