Logo
Logo
×

আন্তর্জাতিক

মেলোনির সঙ্গে মোদির সেলফি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:৫২ পিএম

মেলোনির সঙ্গে মোদির সেলফি

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। আবারও ক্ষমতায় আসার পর প্রথমবার ইতালি সফরে গেলেন তিনি। সেখানে মূলত জি-৭ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মোদি। 

সম্মেলনের ফাঁকেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সেলফি তোলেন তিনি। মেলোনির তোলা সেলফিতে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে। আর সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

রীতিমতো ভাইরাল সেই ছবিটিতে নেটিজেনরা জানাচ্ছেন নিজেদের প্রতিক্রিয়া। সাদা পাঞ্জাবির ওপর কালো কোটি পরা মোদির বুক পকেটে কলম। চোখে চশমা। অন্যদিকে মেলোনি খোলা চুলে। 

মুঠোফোন হাতে রেখে তার মুখেও উপচে পড়া হাসি। তবে এবারই প্রথম নয়, এর আগেও মোদি-মেলোনির সেলফি আলোচনায় এসেছিল। গত বছর জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৮) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেই সেলফিটি তুলেছিলেন এই দুই বিশ্বনেতা। তখনো হ্যাশট্যাগ মেলোদি দিয়ে তাদের এই ছবি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেক ব্যবহারকারীই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেন। হিন্দুস্তান টাইমস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম