Logo
Logo
×

আন্তর্জাতিক

আরেক মামলায় বেকসুর খালাস ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:৩৬ পিএম

আরেক মামলায় বেকসুর খালাস ইমরান খান

১৪৪ ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে শাহ মেহমুদ কুরেশি, সাদাকাত আব্বাসি এবং পিটিআই নেতা শেখ রশিদকেও খালাস দিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত। 

আসামিদের বেকসুর খালাসের আবেদনের শুনানি নিয়ে সিভিল জজ মালিক ইমরান এ রায় দেন।

২০২২ সালে তাদের বিরুদ্ধে আই-৯ থানায় ১৪৪ ধারা লঙ্ঘন ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছিল।

একই আদালত এর আগে ৯ মে আই-৯ পুলিশ স্টেশনে দায়ের করা মামলা থেকে পিটিআই নেতা শেহরিয়ার খান আফ্রিদি এবং অন্যান্য পিটিআই কর্মীদের খালাস দিয়েছে।

এর আগে ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম