Logo
Logo
×

আন্তর্জাতিক

মানবাধিকারের দাবিদাররাই গাজা গণহত্যায় জড়িত: ওসমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:০৬ পিএম

মানবাধিকারের দাবিদাররাই গাজা গণহত্যায় জড়িত: ওসমান

অধিকৃত গাজায় ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকো বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলোই ফিলিস্তিনে চলমান গণহত্যার সঙ্গে জড়িত।

রোববার রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে ফিলিস্তিনের শহিদদের জন্য এক মিনিট নীরবতা ও দোয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যারা নিজেদের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দাবি করে, আজ তারাই ফিলিস্তিনে গণহত্যার সবচেয়ে বড় সহযোগীতে পরিণত হয়েছে।  

ওসমান সোনকো সেইসঙ্গে সেনেগালের প্রেসিডেন্টকে জাতিসংঘের আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। তারপর থেকে দশটিরও বেশি দেশ ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রুজু করা মামলায় যোগদানের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৭ হাজার দুইশর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৮৪ হাজার ৮৩২ জন আহত হয়েছে।  এছাড়া ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এখনও নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম