Logo
Logo
×

আন্তর্জাতিক

মন্ত্রীর শপথ নিলেন জেপি নাড্ডা, বিজেপির পরবর্তী সভাপতি কে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:৩৪ পিএম

মন্ত্রীর শপথ নিলেন জেপি নাড্ডা, বিজেপির পরবর্তী সভাপতি কে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আজ শপথ নিয়েছেন আরও ৭২ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদির প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাড্ডা। ২০২০ সালে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের প্রধান কৌশলবিদ অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই পদে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়। 

জেপি নাড্ডা মন্ত্রীর শপথ নেওয়ায় এবার বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিগগিরই নতুন সভাপতি ঘোষণা হতে পারে দলটির পক্ষ থেকে। 

নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে এর আগে মনোহরলাল খট্টর এবং শিবরাজ সিংহ চৌহানের নাম শোনা গিয়েছিল। কিন্তু রোববার মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তারা। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব কে পাবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু খোলাসা করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম