ইমরান খান ও পারভেজ মোশাররফকে নিয়ে যা বললেন নওয়াজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট নওয়াজ শরিফ বলেছেন, তিনি কখনই ইমরান খানের বিষয়ে প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি।
তিনি বলেছেন, আমি প্রতিহিংসার রাজনীতি করার মানুষ নই, আমার হৃদয়ে হিংসা ও ঘৃণা নেই।
দলীয় সিনেটরদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নওয়াজ শরিফ তার রাজনৈতিক প্রতিপক্ষদের ব্যাপারে নানান মন্তব্য করেন। এসময় ইমরান খানকে পাকিস্তানে রাজনৈতিক পুনর্মিলনে বড় বাধা বলে মন্তব্য করেন তিনি। খবর ডন ও জিও নিউজের।
দেশের স্বার্থে একসঙ্গে চলার ওপর গুরুত্বারোপ করে নওয়াজ শরিফ বলেন, আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বসেছি যাতে দেশ সঠিক পথে ফিরে আসতে পারে। অথচ আমি কারাগারে থাকার সময় ইমরান খান বিভিন্ন বিষয়ে নাক গলাতেন। এমনকি তিনি আমেরিকায় গিয়ে আমাদের এসি খুলে ফেলার কথাও বলেছেন।
তিনি বলেন, বিশ্বাস করুন, আমি কখনো তার ওপর প্রতিশোধ নেয়ার কথা ভাবিনি, কারাগারে সে কী সুযোগ-সুবিধা পাচ্ছে তা নিয়েও আমার মাথাব্যথা নেই।
জেনারেল পারভেজ মোশাররফকে নিয়েও এদিন কথা বলেন নওয়াজ। বলেন, মোশাররফের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি শুধু জিজ্ঞাসা করি কেন তিনি একজন ভালো প্রধানমন্ত্রীকে উৎখাত করলেন এবং বিধানসভা ভেঙে দিলেন।