টয়লেটে বসে অনলাইন মিটিংয়ে যুক্ত হলেন সাবেক মেয়র, অতঃপর...
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৫:০৯ পিএম
ব্রাজিলের রিও ডি জেনেরিওর তিনবারের সাবেক মেয়র সিজার মাইয়া ভুলক্রমে— টয়লেটে বসা অবস্থায় একটি অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গিয়েছিলেন। বুধবার এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে। খবর এনডিটিভির
ওইদিন জুমে কাউন্সিল মেম্বারদের একটি বৈঠক চলছিল। তখন ভুল করে সেই জুম বৈঠকে তিনি লগইন করে যুক্ত হয়ে যান। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুলটি বুঝতে পারেন তিনি।
কিন্তু এর আগেই বৈঠকে যুক্ত হওয়া অন্যান্যরা দেখতে পান সাবেক এই মেয়র টয়লেটে বসে আছেন। এরপর তিনি তাড়াহুড়ো করে মোবাইলের ক্যামেরাটি নিজের মুখের দিকে নিয়ে যান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই অনলাইন বৈঠকটি সঞ্চালনা করছিলেন পাবলো মেল্লো। তিনিও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান। এরপর তিনি সাবেক মেয়রকে তার ক্যামেরা বন্ধ করে দিতে বলেন।
এদিকে রিও ডি জেনেরিওর মারিন্তে দা রাচিনহাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে এ অনলাইন বৈঠকটি আয়োজন করা হয়।
César Maia, former Mayor of Rio and incumbent City Councillor, appears in his bathroom during a parliamentary session. pic.twitter.com/X2tHnjyGTb
— Crazy Ass Moments in LatAm Politics (@AssLatam) June 5, 2024