Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদির মন্ত্রিসভায় নাইডু ও নীতীশের দলের কতজন থাকবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৬:৪১ পিএম

মোদির মন্ত্রিসভায় নাইডু ও নীতীশের দলের কতজন থাকবেন

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিপরিষদে তেলেগু দেশম পার্টির (টিডিপি) চারজন নেতা জায়গা পেতে পারেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এ জোটের দলগুলো থেকে নির্বাচিত লোকসভা সদস্যদের নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। রোববার মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

টিডিপির নেতারা বলছেন, তাদের দলের নেতা কিনজারাপু রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জায়গা পেতে পারেন। তিনি শিকাকুলম লোকসভা আসনে তিনবারের পার্লামেন্ট সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে টিডিপির এক নেতা বলেন, দলকে (টিডিপি) ডেপুটি স্পিকার পদটি দেওয়ার সম্ভাবনা আছে।

এদিকে নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) থেকে দুজন মন্ত্রীসভায় থাকতে পারেন। প্রস্তাবিত দুই প্রবীণ নেতা হলেন- লালন সিং এবং রামনাথ ঠাকুর। লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন এবং রামনাথ ঠাকুর রাজ্যসভার সদস্য।

৩৭ বছর বয়সি রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে যুক্ত হন। বাবা কিনজারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পরই রাজনীতিতে আসেন তিনি।

কিনজারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম