Logo
Logo
×

আন্তর্জাতিক

আমরা আপনার সঙ্গেই থাকব, আপনার নেতৃত্বেই কাজ করব: জোট নেতারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৬:০৭ পিএম

আমরা আপনার সঙ্গেই থাকব, আপনার নেতৃত্বেই কাজ করব: জোট নেতারা

এনডিএ'র বৈঠকে নরেন্দ্র মোদি ও নিতীশ কুমার। ছবি- হিন্দুস্তান টাইমস

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন নিতীশ কুমার। মোদিকে উদ্দেশ্য করে শুক্রবার তিনি বলেন, ‘এদিক-ওদিকে যারা যেতে চান, তাদের কোনো লাভ হয় না। তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই আপনার সঙ্গেই থাকব, আপনার নেতৃত্বেই কাজ করব। ’

বিহারের মুখ্যমন্ত্রী এসময় এনডিএ জোটের অন্য নেতাদের উদ্দেশ্য করে বলেন, সকলে এগিয়ে যাবেন। সব দলের নেতারা খুশি। তাদেরও অভিনন্দন জানাচ্ছি আমি। আমরা সবাই ওনার (মোদির) সঙ্গেই থাকব। উনি যা করবেন, সেটা সবাই মিলে মেনে আমরা চলব।’

এদিন সকালে এনডিএ জোটের বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথগ্রহণের আগে শুক্রবার দিল্লিতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের এই বৈঠক হয়। সেখানে মোদির বাঁ পাশেই বসেছিলেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তার পাশেই ছিলেন বর্ষীয়ান নিতীশ কুমার। সেইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে যখন মোদির নাম প্রস্তাব করা হয়, তখন তাতে সমর্থন জানান জনতা দলের (জেডিইউ) সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী।

এবার যেখানে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে বিহারের লোকসভা নির্বাচনে চমক দিয়েছে জেডিইউ। আর তাতেই জাতীয় স্তরে একলাফে ‘দাম’ বেড়েছে নিতীশের। তার দলের হাতে ১২টি লোকসভা আসন থাকায়, এনডিএ জোটের একেবারে প্রাণভোমরা হয়ে উঠেছেন তিনি। সেই পরিস্থিতিতে ‘পল্টিবাজ’ হওয়ার দুর্নাম থাকলেও, বিজেপিকেই সমর্থন করবেন বলে আশ্বাস দিয়েছেন নিতীশ।

শুক্রবার এনডিএয়ের বৈঠকে বিরোধীদের ইন্ডিয়া জোটকে উদ্দেশ্য করে নিতীশ কুমার বলেন, ‘এবার যারা জিতে গেছেন, তারা আগামী নির্বাচনে হেরে যাবেন। সেটার বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। তারা কখনও দেশের জন্য কাজ করেননি। তারা কখনও দেশের উন্নতির কথা ভাবেননি। আপনার (মোদি) নেতৃত্বেই এগিয়ে যাবে দেশ।’ 

সেইসঙ্গে মোদিকে দ্রুত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরামর্শ দেন নিতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী জানান, তিনি চাইছিলেন, আজই প্রধানমন্ত্রী হিসেবে যেন শপথ নিয়ে নেন মোদি। যদিও শেষপর্যন্ত নিতীশের সেই মনস্কামনা পূর্ণ হচ্ছে না। 

কারণ শনিবারের সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গেছে। রোববার সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সূত্র- এনডিটিভি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম