Logo
Logo
×

আন্তর্জাতিক

কংগ্রেসের সঙ্গ ছাড়ল কেজরিওয়ালের দল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১১:৪৩ এএম

কংগ্রেসের সঙ্গ ছাড়ল কেজরিওয়ালের দল

ভারতের লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভালো ফল করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি। 

রাজধানীর সাত আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্য। শুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল। তিনটিই পাঞ্জাব থেকে।

আর এ কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ। বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। 

সেখানে থেকেই বেরিয়ে নেতারা বলেন, ‘ইন্ডিয়া’ জোট কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। 

বৈঠক শেষে মন্ত্রী গোপাল রাই ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনোরকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরিক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম