Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ত্রের লাইসেন্স বাতিল হচ্ছে ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:২৬ পিএম

অস্ত্রের লাইসেন্স বাতিল হচ্ছে ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে নিউইয়র্ক পুলিশ। 

বুধবার নিউইয়র্ক পুলিশের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ট্রাম্পের আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার যে অনুমতি ছিল, তা ২০২৩ সালের এপ্রিলে ফৌজদারি অভিযোগ গঠনের পর স্থগিত করা হয়। তিনটি লাইসেন্স করা পিস্তলের মালিক ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। এর মধ্যে দুটি পিস্তল ২০২৩ সালের ৩১ মার্চ নিউইয়র্কের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরটি 'আইনী প্রক্রিয়া অনুযায়ী ফ্লোরিডায় স্থানান্তর' করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে গত ৩০ মে ৩৪টি ফৌজদারি অপরাধে অভিযোগ প্রমাণ হয়। মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না। 

অর্থাৎ ট্রাম্প যদি এখনো তার ফ্লোরিডার বাসভবনে পিস্তলটি সংরক্ষণ করেন, তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে জানতে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি সিএনএন।

নিউইয়র্ক পুলিশের ওই সিনিয়র কর্মকর্তা জানান, পুলিশের আইন বিভাগ একটি তদন্ত প্রক্রিয়া চালাবে। এরপর 'খুব সম্ভবত ট্রাম্পের লাইসেন্স বাতিল করা হবে'। তবে ট্রাম্প এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। 

আইন প্রয়োগকারী সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি রয়েছে ট্রাম্পের। যদিও মার্কিন গোয়েন্দা বিভাগ সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ২৪ ঘণ্টা সুরক্ষা দিয়ে আসছে।
তথ্যসূত্র- এনবিসিনিউজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম