Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে হারের মুখে বিজেপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

মোদি এগিয়ে থাকলেও উত্তরপ্রদেশে হারের মুখে বিজেপি

বারানসিতে এক লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- হিন্দুস্তান টাইমস

বারানসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও উত্তর প্রদেশে কার্যত ধরাশায়ী বিজেপি। প্রশ্ন উঠছে, তাহলে কি উত্তর প্রদেশে যোগী ম্যাজিক ব্যর্থ? বুলডোজার কি রুখে দিল অখিলেশদের ইন্ডি জোট?

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।  দুপুর ২টার হালনাগাদ তথ্যানুযায়ী, ভোট গণনার প্রবণতায় মোদি তার নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১২ হাজার ১৬১ ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত মোদির প্রাপ্ত ভোট ৪ লাখ ৩১ হাজার ৫৮৭।  অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রাইয়ের প্রাপ্ত ভোট ৩ লাখ ১৯ হাজার ৪২৬।

৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি ৮০টি আসন রয়েছে উত্তর প্রদেশে। এ কারণে লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যটির বেশ গুরুত্ব অত্যধিক।

এবার উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে ৭৫টিতে বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি পাঁচ আসন জোটসঙ্গীদের ছেড়ে দেয় দলটি। অন্যদিকে ‘ইন্ডিয়া’ জোট এই রাজ্যে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নেয়। সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে ৬২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা কংগ্রেসকে ছেড়ে দেয় ১৭টি আসন। আর তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেয় মাত্র একটি।

এদিকে ভোটের ট্রেন্ড বলছে- অযোধ্যার সংসদীয় কেন্দ্র ফৈজাবাদে দুপুর ২টায় প্রাপ্ত খবর অনুযায়ী, ভোটের গণনায় পিছিয়ে বিজেপির লাল্লু সিং। বিজেপির এই প্রার্থী প্রায় ১৪ হাজার ভোটে পিছিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী বধেশ প্রসাদের চেয়ে। 

বিজেপি শাসিত উত্তর প্রদেশে কার্যত হাইভোল্টেজ আসনেই পিছিয়ে পড়েছে মোদির দল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন। এছাড়াও পিছিয়ে রয়েছেন হেভিওয়েট প্রার্থী মানেকা গান্ধীও। যদিও পর্দার রাম ভোজপুরী তারকা রবি কিষাণ, হেমা মালিনীরা যথাক্রমে গোরক্ষপুর, মথুরা কেন্দ্র থেকে এগিয়ে আছেন। অরুণ গোভিল পিছিয়ে মিরাঠ কেন্দ্রে।  

সর্বশেষ পাওয়া খবরে, উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৩৮ আসনে। অন্যদিকে ৪১ আসনে এগিয়ে সমাজবাদী পার্টি এবং একটি আসনে কংগ্রেস।

তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম