উত্তরপ্রদেশে এনডিএ-কে টপকে এগিয়ে সোনিয়ার ইন্ডিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম
ভারতের উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রায় তিন ঘণ্টার মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ও বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বেলা ১১ টা পর্যন্ত ভোটের গণনায় এনডিএ-কে টপকে গেছে ইন্ডিয়া জোট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বর্তমানে ৩৪টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে, বিজেপি এগিয়ে রয়েছে ৩২টিতে ও আরএলডি দুটিতে। এদিকে, ৪৫টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। এর মধ্যে এসপি এগিয়ে রয়েছে ৩৬টিতে ও কংগ্রেস নয়টিতে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল। তখন মিত্র দল বিএসপি এবং সমাজবাদী পার্টি যথাক্রমে ১০ ও পাঁচটি আসন জিতেছিল। তবে এবারের নির্বাচনে বিএসপি একাই লড়ছে। তবে দলটি খুব ভালো কিছু করবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর কংগ্রেস লড়ছে ১৭টি আসনে।
বিজেপি তার পুরানো মিত্র আপনা দলকে (সোনেলাল) ধরে রেখেছে এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি এবং ওপি রাজভারের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টিকে এনডিএ জোটে নিয়ে এসেছে।
কংগ্রেসের পারিবারিক শক্তিশালী ভোটব্যাংক আমেথি এবং রায়বেরেলি। তবে এটি সত্য যে আমেথিতে গত নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরেছিলেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনের ভোট গণনায় সকাল ১১টা পর্যন্ত ইরানিকে কংগ্রেসের গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মার থেকে পিছিয়ে থাকতে দেখা গেছে। আর রায়বেরেলিতে রাহুল গান্ধী ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
বুথ ফেরত জরিপে, এর আগে উত্তর প্রদেশে এনডিএকে এগিয়ে থাকতে দেখা গেলেও ইন্ডিয়া জোটের নেতারা দাবার চাল পাল্টে দিয়েছেন।
উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকসভা আসনগুলোর মধ্যে বারাণসীতে বর্তমানে কংগ্রেসের অজয় রাইয়ের চেয়ে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, রায়বেরেলিতে এগিয়ে রয়েছেন কংগ্রেসের রাহুল।
কনৌজ লোকসভা আসন থেকে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
লখনৌতে এসপির রবিদাস মেহরোত্রা ও বিএসপি প্রার্থী সারওয়ার মালিকের চেয়ে এগিয়ে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি তৃতীয় মেয়াদের জন্য লড়ছেন।
মথুরা আসনে কংগ্রেসের মুকেশ ধানগারের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন বিজেপির হেমা মালিনী।
আমেথিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মাকে পেছনে ফেলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।