Logo
Logo
×

আন্তর্জাতিক

কংগ্রেসের চমক, প্রত্যাশার চেয়ে পিছিয়ে বিজেপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৪:১৯ পিএম

কংগ্রেসের চমক, প্রত্যাশার চেয়ে পিছিয়ে বিজেপি

১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো ভারত। কোন রাজ্যে কে জয়ী হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। বুথফেরত জরিপগুলো বিজেপি-নেতৃত্বাধীন জোটের এবারও ক্ষমতায় আসার পূর্বাভাস দিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটই এগিয়ে আছে। তবু প্রত্যাশার চেয়ে পিছিয়ে রয়েছে বিজেপি। কিন্তু মঙ্গলবার চমক দেখাল কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দৃশ্যপট বদলে গেছে। কংগ্রেস যেভাবে এগিয়ে গেছে ততটা কেউই আশা করেনি।

এদিকে বিজেপি জোট ৪০০ আসন পার করার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটারও কোনো আভাস পাওয়া যায়নি। এখনো এনডিএ জোট ৩০০ আসনই পার করতে পারেনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এনডিএ জোট এখন পর্যন্ত ২৯১ আসনে জয়ী হয়েছে। অপরদিকে ইন্ডিয়া জোট ২৩৪ আসনে এগিয়ে আছে।

এদিকে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে এনডিএ ৩৪টি আসনে জয়ী হয়েছে। ওই রাজ্যে ৪৫টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। সেখানে বিজেপি পিছিয়ে থাকলেও এগিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই রাজ্যের বারানসি আসনে মোদী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের চেয়ে এক লাখের বেশি ভোটে এগিয়ে আছেন।

নরেন্দ্র মোদি এবারের নির্বাচনে জয়ী হলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন। বিজেপির নির্বাচনি প্রচারণায় সরকারের কল্যাণমূলক কর্মসূচি, হিন্দু জাতীয়তাবাদ, জাতীয় নিরাপত্তাসহ মোদির ক্যারিশম্যাটিক নেতৃত্ব প্রাধান্য পাবে বলে ধারণা করা হলেও মোদি তার প্রচারণার দিক পরিবর্তন করে বিভাজনমূলক বক্তব্য দেন, যা তার কৌশলকে প্রশ্নবিদ্ধ করেছে।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের বিরুদ্ধে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করার অভিযোগ এনেছেন মোদি। 

এদিকে বিরোধী দলগুলো বলছে, মোদি আবার ক্ষমতায় থাকলে ভারতীয়রা তাদের স্বাধীনতা হারাবে। বিরোধীরা বিজেপি সরকারের বিরুদ্ধে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারার অভিযোগ তোলে। এক দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধীরা তাদের নির্বাচনি প্রচারণায় বিজেপি সরকারের পদ্ধতিগত বৈষম্যের ওপর জোর দিয়েছে।

বিরোধীরা যদি টানা তৃতীয় মেয়াদে পরাজিত হয় সেটা দলের জন্য একটি বড় ধাক্কা হবে। ফলে কংগ্রেস পার্টিতে ঝুঁকির মুখে পড়বে রাহুল গান্ধীর নেতৃত্ব। তবে প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস জয়ের আভাস মেলেনি।

নরেন্দ্র মোদি যখন আব কি বার, চারশ পার (এবারে চারশ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে প্রচারণা শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন।

সবচেয়ে আশাবাদী বুথ ফেরত জরিপও পূর্বাভাস দিয়েছিল যে তার জোট ৪০০ আসনে জয়ী হবে। প্রাথমিক ভোট গণনা থেকে ধারণা করা হচ্ছে, নির্বাচনে বিরোধী মধ্য বামপন্থী ইন্ডিয়া জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম