Logo
Logo
×

আন্তর্জাতিক

চূড়ান্ত ফল আমাদের পক্ষেই আসবে, আশাবাদ কাশ্মিরী নেতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৪:০৪ পিএম

চূড়ান্ত ফল আমাদের পক্ষেই আসবে, আশাবাদ কাশ্মিরী নেতার

ওমর আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনা হচ্ছে। বিভিন্ন আসনের প্রাথমিক ফল এরই মধ্যে সামনে এসেছে। বড় দুই জোট এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক দল ন্যশনাল কনফারেন্সের সহ-সভাপতি এবং কাশ্মিরের আলোচিত রাজনীতিক ওমর আবদুল্লাহ প্রাথমিক ফলাফলে তার নিজের আসনে পিছিয়ে রয়েছেন।

তবে ইন্ডিয়া জোটের এই প্রভাবশালী নেতা মনে করেন, শেষ পর্যন্ত জয় তাদেরই হবে। ‘উত্থান-পতন থাকবে, তবে চূড়ান্ত ফল আমাদের পক্ষেই আসবে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজের বারামুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল রশিদের চেয়ে ২৫ হাজার ভোটে পিছিয়ে আছেন ওমর আবদুল্লাহ।

এবারের লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপে বিজেপির বড় জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কংগ্রেসে নেতৃত্বধীন ইন্ডিয়া জোট সে পূর্বাভাস আমলে নিচ্ছে না। তবে বুথফেরত জরিপের পূর্বাভাস নিয়ে ওমর আবদুল্লাহর প্রতিক্রিয়া মিশ্র, ‘অতীতে বুথফেরত জরিপ ভুল প্রমাণিত হয়েছে, আবার কখনো কখনো সঠিকও হয়েছে। বুথফেরত জরিপে যা এসেছে, তার চেয়ে একটু এদিক-সেদিক হতে পারে। তবে এর সবই ভুল, এটা ধারণা করা ঠিক হবে না।’

লোকসভা নির্বাচনের পর কিছু কিছু বুথফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৪০০ আসন পাবে বলে অনুমান করা হয়। তবে বেশিরভাগ বুথফেরত জরিপে এনডিএ জোট অন্তত ৩৫০ আসন পাবে বলে জানানো হয়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে কোনো দল ২৭২ আসন পেলেই তা সরকার গঠনের জন্য যথেষ্ঠ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম