Logo
Logo
×

আন্তর্জাতিক

ভোট গণনার ৪ ঘণ্টায় এগিয়ে মোদির বিজেপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০২:০০ পিএম

ভোট গণনার ৪ ঘণ্টায় এগিয়ে মোদির বিজেপি

ছবি: সংগৃহীত

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার চলছে ১৮তম লোকসভার ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় এই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে বিকালে ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

ভোট গণনার প্রথম চার ঘণ্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯২টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩১টি আসনে। অন্য দল এগিয়ে ১৮ আসনে।

৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

পশ্চিমবঙ্গে বিজেপিকে টপকে এগিয়ে মমতার তৃণমূল

এবার ৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম