Logo
Logo
×

আন্তর্জাতিক

সাড়ে তিন হাজার বছরের পুরোনো পেট্রোগ্লিফের সন্ধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৯:৩৯ পিএম

সাড়ে তিন হাজার বছরের পুরোনো পেট্রোগ্লিফের সন্ধান

কাজাখস্তানে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো প্রায় ১০০টি পেট্রোগ্লিফ (শিলাশিল্প) আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিক চিত্রগুলো আগেই পাওয়া গিয়েছিল। তবে আরও গভীরভাবে পরীক্ষা করার জন্য তথ্য গোপন রাখা হয়। রোববার বিজ্ঞানবিষয়ক স্বাধীন সংবাদমাধ্যম লাইভ সায়েন্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

পেট্রোগ্লিফগুলো একটি শিলামুখের দিকে খোদাই করা। কাজাখস্তানের দক্ষিণ-পূর্বে অবস্থিত জাম্বিল অঞ্চলে এগুলো আবিষ্কৃত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম আস্তানা টাইমস জানিয়েছে, এগুলো প্রাগৈতিহাসিক ব্রোঞ্জ বা লৌহ যুগের। কাজাখস্তানে ঠিক কতদিন ব্রোঞ্জ এবং প্রাথমিক লৌহ যুগ স্থায়ী ছিল, তা স্পষ্ট নয়। তবে সময়টি সম্ভবত ৪ হাজার থেকে ২ হাজার ৫০০ বছর আগে। পরিবেশ পরিষ্কার করার লক্ষ্যে দেশব্যাপী একটি স্বেচ্ছাসেবী প্রচারণার সময় পেট্রোগ্লিফগুলো পাওয়া যায়। পরে স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা পেট্রোগ্লিফগুলো পরীক্ষা করেন। 

পেট্রোগ্লিফগুলোতে প্রাণী ও মানুষচিত্র ফুটে উঠেছে। আরও রয়েছে দ্বি-কুঁজযুক্ত উট, আরগালি (এক ধরনের বন্যভেড়া) এবং মানুষের শিকারের চিত্র। পেট্রোগ্লিফগুলো ৬৬ ফুট থেকে ৮২ ফুট (২০ থেকে ২৫ মিটার) লম্বা এবং ৫ ফুট থেকে ৬.৬ ফুট (১.৫ থেকে ২ মিটার) প্রস্থজুড়ে ছড়িয়ে আছে।

ইতিহাসে অসংখ্য রাজ্য ও সাম্রাজ্যের আবাসভূমির জন্য কাজাখস্তান ঐতিহাসিক জায়গা। তাই সেখানে কোনো পেট্রোগ্লিফ খুঁজে পাওয়া গেলে অবস্থানটি গোপন রাখা হয়, যতক্ষণ না এটি সঠিকভাবে তালিকাভুক্ত হচ্ছে। কেননা, প্রাথমিকভাবে মানুষজন ভ্রমণে এলে পেট্রোগ্লিফগুলো ভাঙচুর বা ক্ষয়ক্ষতির শিকার হয়। কাজাখস্তানের কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির সারিয়ারকা আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের প্রত্নতাত্ত্বিক ভিক্টর নোভোঝেনভ বলেছেন, জায়গাটি এখন বিশেষজ্ঞদের মধ্যে সুপরিচিত। এই পেট্রোগ্লিফ সাইটগুলো সঠিকভাবে গবেষণার জন্য আরও তহবিল প্রয়োজন। প্রয়োজনীয় বিশ্লেষণ ও ফিল্ডওয়ার্কের জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ ও তহবিল নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশব্যাপী একটি স্বেচ্ছাসেবী প্রচারণার সময় পেট্রোগ্লিফগুলো পাওয়া যায়। পরে স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা পেট্রোগ্লিফগুলো পরীক্ষা করেন। পেট্রোগ্লিফগুলোতে প্রাণী ও মানুষচিত্র ফুটে উঠেছে। আরও রয়েছে দ্বি-কুঁজযুক্ত উট, আরগালি (এক ধরনের বন্যভেড়া) এবং মানুষের শিকারের চিত্র। পেট্রোগ্লিফগুলো ৬৬ ফুট থেকে ৮২ ফুট (২০ থেকে ২৫ মিটার) লম্বা এবং ৫ ফুট থেকে ৬.৬ ফুট (১.৫ থেকে ২ মিটার) প্রস্থজুড়ে ছড়িয়ে আছে।

ইতিহাসে অসংখ্য রাজ্য ও সাম্রাজ্যের আবাসভূমির জন্য কাজাখস্তান ঐতিহাসিক জায়গা। তাই সেখানে কোনো পেট্রোগ্লিফ খুঁজে পাওয়া গেলে অবস্থানটি গোপন রাখা হয়, যতক্ষণ না এটি সঠিকভাবে তালিকাভুক্ত হচ্ছে। কেননা, প্রাথমিকভাবে মানুষজন ভ্রমণে এলে পেট্রোগ্লিফগুলো ভাঙচুর বা ক্ষয়ক্ষতির শিকার হয়। কাজাখস্তানের কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির সারিয়ারকা আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের প্রত্নতাত্ত্বিক ভিক্টর নোভোঝেনভ বলেছেন, জায়গাটি এখন বিশেষজ্ঞদের মধ্যে সুপরিচিত। এই পেট্রোগ্লিফ সাইটগুলো সঠিকভাবে গবেষণার জন্য আরও তহবিল প্রয়োজন। প্রয়োজনীয় বিশ্লেষণ ও ফিল্ডওয়ার্কের জন্য পর্যাপ্ত বিশেষজ্ঞ ও তহবিল নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম