Logo
Logo
×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে বোমা হামলার হুমকি, বিমানের জরুরি অবতরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০১:৫৬ পিএম

মুম্বাইয়ে বোমা হামলার হুমকি, বিমানের জরুরি অবতরণ

ইন্ডিগো বিমান সংস্থা

ভারতের মুম্বাই বিমানবন্দরে আজ শনিবার ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান জরুরি অবতরণ করেছে। বোমা হামলার হুমকি দেওয়ায় বিমানটি জরুরি অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বলেছে, ৬ই ৫৩১৪ ফ্লাইটটি চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল। মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর ফ্লাইটটিতে পরীক্ষা নিরীক্ষা চলছিল। 

ইন্ডিগো এয়ার বলেছে, অবতরণের পর ক্রুরা প্রোটোকল অনুসরণ করছেন। বিমানটিকে নিরাপত্তা গাইডলাইন অনুযায়ী বিচ্ছিন্ন পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীকে নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা তল্লাশি শেষে তা মূল টার্মিনালে নিয়ে যাওয়া হবে। 

এর একদিন আগে ভিস্তারার একটি ফ্লাইটে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে দেখা যায় তা ভুয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম