Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ডেভিড বেকহামের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:২০ পিএম

গাজায় যুদ্ধবিরতির আহ্বান ডেভিড বেকহামের

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্ট শেয়ার করে তিনি এ আহ্বান জানিয়েছেন।

৪৯ বছর বয়সি বেকহাম তার ইনস্টাগ্রাম স্টোরিতে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) একটি বিবৃতি পুনরায় পোস্ট করেছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বেকহাম গাজায় চলমান ইসরাইলি হামলা এবং রাফায় চলা নৃশংসতা বৃদ্ধির নিন্দা জানাতে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের কথাকে সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে রাফার উত্তর-পশ্চিমে তাল-আল-সুলতান এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে রোববারের প্রাণঘাতি হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ কমপক্ষে ৪৫ বেসামরিক লোক নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

লোকজন যে তাঁবুতে আশ্রয় নিয়েছিল সেখানে ইসরাইলি বোমাবর্ষণের ফলে শুরু হওয়া আগুনে অনেকে পুড়ে মারা গিয়েছিলেন। এ হামলায় শত শত বেসামরিক নাগরিক আহত হয় এবং বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। 

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং কমপক্ষে ৩৬ হাজার ৯৬ জন নিহত হয়েছে। 

২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা বেকহাম এর আগে গাজা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম