Logo
Logo
×

আন্তর্জাতিক

আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ এরদোগানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:১৭ পিএম

আয়ারল্যান্ড ও নরওয়েকে ধন্যবাদ এরদোগানের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়ারল্যান্ড ও নরওয়ের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, এটি আঞ্চলিক শান্তি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানে অবদান রাখবে।

আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে ফোনে তুরস্ক-আয়ারল্যান্ড সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এরদোগানু। এ সময় গাজায় ইসরাইলের আক্রমণ নিয়ে আলোচনা করেছেন তারা। সেইসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের আয়ারল্যান্ডের স্বীকৃতিকে স্বাগত জানান এরদোগান। 

পৃথক আরেকটি ফোনালাপে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গেও কথা বলেছেন এরদোগান। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতে নরওয়ের দৃঢ় অবস্থানের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত এ অঞ্চলে টেকসই শান্তি, ন্যায়বিচার ও দ্বি-রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিতে অবদান রাখবে।

এ পর্যন্ত জাতিসংঘভুক্ত ১৪৫টি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বলেছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং তিনি বলেছেন যে এটি এখন আর দেশে নিষিদ্ধ নয়।

এদিকে জার্মানি বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম