পাঞ্জাব সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ইমরান খান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৯:৫৫ পিএম
পাঞ্জাব সরকারের লাহোর হাইকোর্টে (এলএইচসি) গুরুতর মামলা দায়েরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
লতিফ খোসার মাধ্যমে বুধবার এই পিটিশন দাখিল করেছেন তিনি। যেখানে পাঞ্জাব সরকার, আইজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্যদের বিবাদী করা হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বর্তমানে বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন, পাঞ্জাব সরকার ইমরান খান ও অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মামলার অনুমোদন দিয়েছে।
পাঞ্জাব মন্ত্রিসভার এই পদক্ষেপ সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। পিটিশনে আদালতকে অনুরোধ করা হয়েছে যে পাঞ্জাব সরকারের গুরুতর মামলা মঞ্জুর করার পদক্ষেপকে বাতিল করা হোক।
জিও নিউজ