Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানের তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৯:৫৫ পিএম

পাকিস্তানের তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলমান গ্রীষ্মে দেশটিতে রেকর্ড করা এটিই সর্বোচ্চ তাপমাত্রা। 

পাকিস্তানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। 

আবহাওয়া বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে তাপমাত্রা বেড়ে ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।  এ মৌসুমে তাপমাত্রা আগের বছরের রেকর্ডগুলোকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে দেশটিতে। 

পরিবেশবিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম