Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার কাতার এয়ারলাইন্সে তীব্র ঝাঁকুনি, আহত ১২

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১০:২৩ পিএম

এবার কাতার এয়ারলাইন্সে তীব্র ঝাঁকুনি, আহত ১২

সিঙ্গাপুর এয়ারলাইন্সের পর এবার মাঝ আকাশে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির মুখোমুখি হয়েছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

স্থানীয় সময় রোববার কাতারের রাজধানী দোহা থেকে ডাবলিনগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, দোহা থেকে আয়ারল্যান্ড যাওয়ার কথা থাকলেও রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে বিমানটি টার্বুলেন্সের সমস্যায় পড়ে ডাবলিনে জরুরি অবতরণ করে। 

পরে এক বিবৃতিতে ডাবলিন বিমানবন্দর জানায়, কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-১০৭ তুরস্কের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় টার্বুলেন্সের শিকার হয়। এ ঘটনায় ছয় যাত্রী ও ছয় ক্রু সদস্য আহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম