গ্রিসে পাকিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা, গ্রেফতার সেই নারী খেলোয়াড়ের মুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৫:১৩ পিএম
দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে গ্রেফতার পাকিস্তানি নারী ক্রীড়াবিদ মোনা খান মুক্তি পেয়েছেন।
পাকিস্তানি দূতাবাসের প্রচেষ্টায় এই ম্যারাথন দৌড়বিদ জেল থেকে ছাড়া পান বলে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মাউন্ট অলিম্পাসে পাকিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় মোনা খানকে।
তার কোচ মালিক ইউসুফ জানান, মোনা খান দুদিন আগে হাইকিং ইভেন্টে অংশ নিতে এথেন্সে পৌঁছান। সেখানে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়। তবে পাকিস্তান দূতাবাসের প্রচেষ্টায় মুক্তি পেয়েছেন মোনা খান।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ জানান, মুক্তির পর গ্রিক শহর ক্যাটরিনি থেকে এথেন্স যাচ্ছেন মোনা খান। যেখানে তার ছেলেরা থাকেন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এথেন্সে তাদের দূতাবাসের মাধ্যমে গ্রিক কর্তৃপক্ষের কাছে মোনা খানের গ্রেফতারের বিষয়টি উত্থাপন করে বলে প্রতিবেদনে জানানো হয়।