পশ্চিমতীরের জেনিনে ইসরাইলি হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৫:০৯ পিএম
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে পায়ে গুলি লেগেছে এক সাংবাদিকের। তাকে সরিয়ে নিচ্ছেন সহকর্মীরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে একজন শিক্ষক ও একজন চিকিৎসকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৫,৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন।
মন্ত্রণালয় আরও বলেছে- সবশেষ ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আহত হয়েছেন ২০০ জন।
চিকিৎসকদের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের ইবনা শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলা করা হয়েছে। এ হামলায় তিনজন শিশুকে হত্যা করা হয়েছে।