Logo
Logo
×

আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট, যা বলছে মার্কিন পররাষ্ট্র দফতর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৪৮ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট, যা বলছে মার্কিন পররাষ্ট্র দফতর

রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। 

ওই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিহত হন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, আমরা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ইরানে সম্ভাব্য হার্ড ল্যান্ডিংয়ের রিপোর্টগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে আমরা আর কোনো মন্তব্য করতে চাই না।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম