Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের ৪ বসতি স্থাপনকারীর ওপর কানাডার নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৪:৩৪ পিএম

ইসরাইলের ৪ বসতি স্থাপনকারীর ওপর কানাডার নিষেধাজ্ঞা

প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে চার ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা। খবর আল-জাজিরার

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, এ পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে।

নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনকারীদের সঙ্গে লেনদেন ও কানাডায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

বসতি স্থাপনকারীরা হলেন ডেভিড চাই চাসদাই, ইয়িনন লেভি, জাভি বার ইয়োসেফ এবং মোশে শারভিত। কানাডা সরকার বলছে, চারজনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও সম্পত্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম