ছবি: গাল্ফ নিউজ
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পাহাড়ী অঞ্চলে বাস উল্টে কমপক্ষে ১৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মঙ্গলবার বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাওয়ার পথে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই ১৬ যাত্রী নিহত হন। খবর গাল্ফ নিউজ
দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের মরদেহ এরইমধ্যে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা। এছাড়া বাকি তিন জনের মরদেহ উদ্ধারের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। বৈরি আবহাওয়ার ফলে বাকিদের মরদেহ উদ্ধারে সময় লাগছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পেরুতে এসব পাহাড়ী অঞ্চলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হন।