Logo
Logo
×

আন্তর্জাতিক

অভিবাসনপ্রত্যাশী বাড়ছে তিউনিসিয়ায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১০:১৪ পিএম

অভিবাসনপ্রত্যাশী বাড়ছে তিউনিসিয়ায়

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় অভিবাসনপ্রত্যাশী বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ। সোমবার তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

এসব অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যেতে ব্যর্থ হলে দেশটির ন্যাশনাল গার্ডের হাতে ধরা পড়ে। 

রোববার এক প্রেস বিবৃতিতে ন্যাশনাল গার্ড জানিয়েছে, ২০২৪ সালের প্রথম চার মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে ২১ হাজার ৫৪৫ জনকে তিউনিসিয়া উপকূলে আটক করেছে তারা। যেখানে গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৫৭৬। 

এই বছর এ পর্যন্ত ৭৫১টি উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। যা ২০২৩ সালের ৭৫৬টির কাছাকাছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম