
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম
তিন যুবককে বিবস্ত্র করে বিদ্যুতের শক, করা হয় ভিডিও

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৪, ০৭:১১ পিএম

আরও পড়ুন
তিন যুবককে অপহরণ করে চেয়ারের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে তাদের গোপনাঙ্গে দেওয়া হয়েছিল বিদ্যুতের শক। টাকা আদায়ের জন্য এমন অমানুষিক অত্যাচারের ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকে। এ ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
কর্নাটকের কালাবুরাগি জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিগৃহীত তিন যুবক গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত। সেই সূত্রেই গত ৪ মে তাদের সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্তরা।
একটি ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ির পরীক্ষা করতে হবে বলে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর অপহরণ করে তাদের নিয়ে যাওয়া হয় একটি পরিত্যক্ত এলাকায়। সেখানেই চলে অত্যাচার।
অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ঘরে তিন জনকে চেয়ারে বসিয়ে হাত এবং পা বেঁধে দেন অভিযুক্তরা। তাদের জামাকাপড় খুলে নেওয়া হয়। প্রথমে লাঠি দিয়ে চলে বেধড়ক মারধর। এর পর বিদ্যুতের তারের মাধ্যমে তিন জনের গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা দেখে তৎপর হয়ে ওঠে পুলিশ। ঘটনার পরের দিন নিগৃহীত যুবকরা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগের ভিত্তিতে মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আনন্দবাজার পত্রিকা