Logo
Logo
×

আন্তর্জাতিক

কর্মীরা অসুস্থ, এয়ার ইন্ডিয়ার ৮৫ ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৬:১৯ পিএম

কর্মীরা অসুস্থ, এয়ার ইন্ডিয়ার ৮৫ ফ্লাইট বাতিল

প্রায় ৩০০ সিনিয়র কেবিন ক্রু শেষ মুহূর্তে ফোন করে জানালেন তারা অসুস্থ। এরপর ফোন বন্ধ করে রেখেছেন তারা। ক্রু'রা এমন গণহারে ছুটি নেওয়ায় লোকবল সংকটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অন্তত ৮৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর এনডিটিভির

সূত্র জানিয়েছে, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনটির চাকরির নতুন নিয়ম নিয়ে ক্ষুব্ধ ক্রুরা এবং এর প্রতিবাদ করছে তারা। তবে এয়ারলাইনটির কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছেন, বেশ কিছু কেবিন ক্রু শেষ মুহূর্তে অসুস্থতার কথা জানায়। এতে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটছে। আমরা ক্রুদের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।

এ ঘটনার পর বেশ কিছু যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ফ্লাইট বাতিল করা হয়েছে।

মুখপাত্র বলেন, এমন ঘটনার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ এটা আমাদের সেবার ধরণ নয়।

এয়ারলাইনটি জানায়, ভুক্তভোগীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে অথবা নতুন করে শিডিউল দেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম