স্বামীর হাত পা বেঁধে মারধর-সিগারেটের ছ্যাঁকা, স্ত্রী গ্রেফতার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৫:৪৫ পিএম
সাধারণত স্বামীদের হাতে স্ত্রী নির্যাতনের ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এর ঠিক উল্টো ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সেখানে স্বামীকে হাত-পা বেঁধে ও শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রীকে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বিজনোরে। সোমবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্বামীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে ২৮ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্বামীকে বেঁধে সিগারেট দিয়ে গোপনাঙ্গ পুড়িয়ে নির্যাতন করতেন মেহের জাহান নামে ওই নারী। এমনকি তিনি তার স্বামীকে শ্বাসরোধ করারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী ওই স্বামীর নাম মান্নান জাইদি। তার অভিযোগ, গত ২৯ এপ্রিল স্ত্রী মেহের জাহান দুধে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে বাধ্য করেন। পরে তার স্ত্রী তার হাত-পা বেঁধে, সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয় এবং গোপনাঙ্গ কাটার চেষ্টা করে বলেও জানান তিনি।
গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই ভিডিও ফুটেজে তাকে তার স্বামীকে নির্যাতন করতে এবং তার গোপনাঙ্গে আঘাত করতে দেখা গেছে। ভুক্তভোগী ওই ব্যক্তি একটি হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
স্বামীর অভিযোগ, তার স্ত্রীও তাকে মিথ্যা অভিযোগ এনে জেলে পাঠানোর হুমকি দেন। আর এরপর স্বামী পুলিশের কাছে গিয়ে প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ দেওয়ার পর পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করে।
ইন্ডিয়া টুডে