হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ম্লান হয়ে গেছে। এখন আর যুদ্ধবিরতি হবে না। ইতোমধ্যে রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট বিতরণ করেছে ইসরাইল। সেখানে অনেক হামাস যোদ্ধা অবস্থান করছে, এমন দাবি করে অভিযান শুরু করার সব প্রস্তুতি শেষ করেছে ইসরাইল। যুদ্ধবিরতিতে না যাওয়ায় সমালোচিত হচ্ছেন নেতানিয়াহু।
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, বন্দিদের সম্পর্কে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা, হুমকি এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অবশ্যই বন্ধ করতে হবে। খবর আল-জাজিরার
এক্স-এ একটি পোস্টে, তিনি নেতানিয়াহুর সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, বন্দিদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরাইলের সবকিছু করা উচিত।
এদিকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা বানচাল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা এবং হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক উভয়ই বর্তমান যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে দোষারোপ করেছেন।
তবে নেতানিয়াহুর কার্যালয় এ দাবিকে 'সম্পূর্ণ মিথ্যা' বলে দাবি করেছে।