শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত, জানাল কলকাতা হাইকোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৫:৫২ পিএম
সম্প্রতি একটি মামলায় কলকাতা হাইকোর্ট শিক্ষকদের সঠিক আচরণ এবং যে কোনো বিষয়ে রাজনীতি টেনে না আনার পরামর্শ দিয়েছেন।
হুগলি উইমেন্স কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে আদালত এ পরামর্শ দিয়েছেন।
এই আচরণগুলোর মধ্যে রয়েছে-
১.পাঠদানের সময় শিক্ষার্থীদের সম্মান করে কথা বলতে হবে।
২. বিষয় এবং শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন করতে হবে।
৩. শিক্ষা সংক্রান্ত এবং প্রশাসনিক লেনদেনে সৎ হতে হবে।
৪. শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে পারস্পরিক আলোচনায় পেশাদারিত্ব থাকতে হবে, সীমা অতিক্রম করা যাবে না।
৫. শিক্ষার্থীদের কাজের নিরপেক্ষ মূল্যায়ন এবং গঠনমূলক সমালোচনা করতে হবে।
৬. শিক্ষায় দক্ষতা বাড়াতে আপটুডেট থাকতে হবে।
৭. সহকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মনোভাব রাখতে হবে।
৮. শিক্ষাদান, গবেষণা এবং শিক্ষার্থী সহায়তা সম্পর্কিত প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।