Logo
Logo
×

আন্তর্জাতিক

দখলদারিত্ব ইস্যুতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত এখন সারা বিশ্বের লড়াই: তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১২:৪২ পিএম

দখলদারিত্ব ইস্যুতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত এখন সারা বিশ্বের লড়াই: তুরস্ক

ছবি: সংগৃহীত

দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ এখন আর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নয় বরং এটি সারা বিশ্বের নিপীড়ক ও নিপীড়িতদের মধ্যে লড়াই বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলনে তিনি এই সতর্ক করেন।

ফিদান গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসি সম্মেলনে বক্তৃতায় ইসরাইলের কয়েক দশক ধরে দখলদারিত্ব, অবৈধ সম্প্রসারণ, অবরোধ এবং আক্রমণের মুখে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি বলেন, দখল প্রতিরোধের ইসরাইলের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও খারাপ বিপর্যয় হতে পারে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধ ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি হবে না: হামাস

তিনি সতর্ক করে বলেন, রাফাহতে ইসরাইলের পরিকল্পিত আগ্রাসনের ফলে ওই অঞ্চলে একটি অভূতপূর্ব বিপর্যয় ঘটতে পারে। তেল আবিবকে এই অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। 

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধ করতে এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর জন্য বিশ্বের সব দেশকে ইসরাইলকে চাপ দিতে হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরাইলকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হতে হবে।

ফিদান বলেন, তুরস্ক ঘোষণা করেছে যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অমানবিক সামরিক অভিযানের জন্য ইসরাইলের সঙ্গে সব বাণিজ্য কার্যক্রম স্থগিত করছে, যতক্ষণ না স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবাহের অনুমতি দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম