Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরাইল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭:০৬ এএম

আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরাইল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌশুলির দপ্তর (প্রসিকিউটর অফিস) কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ইসরাইলেন বিরুদ্ধে। ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়েছে তারা বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

শুক্রবার আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রসিকিউটরের বিবৃতিতে ইসরাইলের নাম উল্লেখ নেই।

সম্প্রতি ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরাইলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসিকে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি করল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অফিস (আইসিসি) গঠনমূলকভাবে সকল অংশীজনের সাথে সম্পৃক্ত হবে যখন এই সংলাপ রোম স্ট্যাসের অধীন এর ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। 

উল্লেখ্য, রোম স্ট্যাটাসের অধীন সংস্থা (আইসিসি) স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে বলে বিধি রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম