Logo
Logo
×

আন্তর্জাতিক

রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম

রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত

গাজায় ইসরাইলের বিমান হামলা। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের রাফায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছে ওই পরিবারের এক মেয়ে শিশু। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য সে।

আল জাজিরা এ খবর দিয়ে জানিয়েছে, রাফায় আবু তাহা পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। সেখানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। 

পরিবারটির একজন প্রতিবেশী কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিকে  জানান, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি শুধু পরিবারটির এক মেয়ে শিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বাঁচে।

রোববার রাফায় কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া গাজা নগরীতে ইসরাইলি হামলায় আরও সাতজনের প্রাণ গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফায় অন্তত তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকেই।

হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা ১৫। গাজা নগরীতেও দুটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম