ইরানে পালটা হামলার সিদ্ধান্ত ছাড়াই শেষ ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পালটা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরাইল। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক।
আজ সোমবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরাইলের মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও দেশটিকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি পালটা হামলায় যোগ দেবে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ইসরাইলকে সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না।
রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার’ অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করবে, তবে ইসরাইলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।
গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরাইলি হামলার পর পালটা হামলা হিসেবে শনিবার ইসরাইলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরাইলি ভূখণ্ডে পৌঁছার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।