ইসরাইলে সরাসরি হামলা: উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১২:১৯ পিএম
ইরান প্রতিশোধমূলক হামলায় দখলদার ইসরাইলে ৩০০ টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এ হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেছে শত শত ইরানি নাগরিক। দেশটির বিভিন্ন স্থানে এ মিছিল হয়।
ইসরাইলে চালানো হামলা উদযাপন করতে রাতেই অনেকেই জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে। সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায়।এছাড়া ফিলিস্তিনের বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানের ফিলিস্তিন স্কয়ারে।
এপির একটি ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিন স্কয়ারের কাছে শত শত ইরানি নাগরিক আনন্দ মিছিল করছেন।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সে দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হয়। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধানসহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরাইলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।