Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার দাবি ইসরায়েলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ১০:৫৩ এএম

ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার দাবি ইসরায়েলের

ইরান থেকে ইসরাইলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব প্রতিহত করতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় অংশই ভূপাতিত করেছে। 

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম (আকাশ প্রতিরক্ষা পদ্ধতি) ব্যবহার করে এবং ওই অঞ্চলে কৌশলগত সহযোগীদের সাথে মিলে ইসরায়েলে ভূখণ্ডে আসার আগে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

সেই বিবৃতিতে আরও জানানো হয়, অল্প কয়েকটি আঘাত করতে সক্ষম হয়েছে এবং এর মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি রয়েছে 'যেখানে অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে।

অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেম হলো অতি উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পরাভূত করার একটি পদ্ধতি। ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এটি ব্যবহার করে।

ইসরাইলের সবচেয়ে উন্নত প্রযুক্তির ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ধরা হতো আইরন ডোম। কিন্তু গত ৭ অক্টোবর হামাসের নিক্ষেপ করা ৫ হাজার রকেট ঠেকাতে গিয়ে গোল পাকিয়ে ফেলেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম