বেলুচিস্তানে ১১ শ্রমিককে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম
বেলুচিস্তানে ১১ শ্রমিককে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা
পাকিস্তানের বেলুচিস্তানের নুশকি জেলায় দুটি পৃথক সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শনিবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন পাঞ্জাবের বাসিন্দা, তারা কোয়েটা থেকে তাফতানে জাতীয় সড়কে একটি বাসে ভ্রমণ করছিলেন। এ সময় অজ্ঞাত জঙ্গিরা তাদের বাস থামায় এবং তাদের অপহরণ করে।
খবরে বলা হয়েছে, পুলিশ অপহরণকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। পরে একটি পাহাড়ের কাছে সেতুর নিচে শ্রমিকদের লাশ পাওয়া যায়। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছিল।
নিহত ব্যক্তিরা পাঞ্জাবের মান্ডি বাহাউদ্দিন, ওয়াজিরাবাদ এবং গুজরানওয়ালা এলাকার বাসিন্দা। নুশকির পুলিশ সুপার (এসপি) আল্লাহ বুখশের মতে, নিহত ব্যক্তিরা শ্রমিক ছিলেন।
নুশকি টিচিং হাসপাতালের এমএস ডা. জাফর মেঙ্গল জানান, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুলি করা হয়েছে।
অন্য একটি ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।