Logo
Logo
×

আন্তর্জাতিক

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় অস্ট্রেলিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৬:০১ পিএম

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া। এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিকে বেগবান করতে এমন অবস্থান নেবে অস্ট্রেলিয়া। 

তবে অস্ট্রেলীয় মন্ত্রী বলেছেন, সেই ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। অবশ্য অস্ট্রেলিয়ান সরকারের এমন উদ্যোগকে অপরিপক্ব বলে অভিহিত করেছে দেশটির বিরোধী দল ও জিওনিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া। 

বিবিসি জানিয়েছে, ক্যানবেরা বার বার বলে এসেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বের করা সম্ভব। এবার পেনি ওং-এর কণ্ঠে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের কথার পুনরাবৃত্তি শোনা গেল। এ বছরের শুরুতে ক্যামেরন বলেছেন, ইসরাইলের সমর্থন ব্যতিরেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। গত কয়েক মাসে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সোচ্চার অস্ট্রেলিয়া।

বিশেষ করে গাজায় ইসরাইলের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে নিযুক্ত একজন অস্ট্রেলিয়ান নিহত হওয়ার পর তারা অধিক পরিমাণে ক্ষুব্ধ।

এমন অবস্থায় মঙ্গলবার রাতে ভাষণ দিয়েছেন পেনি ওং। এ সময়ও তিনি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন। বলেন, সীমাহীন সহিংসতার চক্র ভাঙতে প্রয়োজন দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান। দশকের পর দশক ধরে সব পক্ষের এতে ব্যর্থতা ভয়াবহ হতাশার সৃষ্টি করেছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয় বিবেচনা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম