ফাইল ছবি
সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই সফরে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্বাচনের পর প্রথম কোনো বিদেশি সফরে যাচ্ছেন। এ সফরে তিনি ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সৌদি আরব সফর করবেন। সেখানে তারা কূটনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়েও মত বিনিময় করবেন তারা।
পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, দুদেশের নেতারা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে এবং পারস্পরিকভাবে অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ককে মজবুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো এই সফর ও তার এজেন্ডা সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।