গাজায় প্রতিদিন প্রবেশ করবে ৩৫০ ত্রাণবাহী ট্রাক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
![গাজায় প্রতিদিন প্রবেশ করবে ৩৫০ ত্রাণবাহী ট্রাক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/05/image-792738-1712330945.jpg)
অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর শুক্রবার এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের বিষয়ে জানিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। আল-জাজিরা
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরাইলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে। এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলে গাজায় ত্রাণসহায়তা বৃদ্ধি পাবে। এখন প্রতিদিন গাজায় মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।
ইসরাইলি ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বেইট হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৩ হাজার ৯১ ফিলিস্তিনি নিহত এবং ৭ হাজার ৭৫০ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৪ ফিলিস্তিনি নিহত এবং ৮২ জন আহত হয়েছেন।