Logo
Logo
×

আন্তর্জাতিক

৫৩ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম

৫৩ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়া ৫৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনগুলোর বেশিরভাগই রাশিয়ার দক্ষিণের রোস্তভ অঞ্চলে হামলার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল।

আজ শুক্রবার এ হামলার বিষয়টি জানিয়েছে এএফপি।

রোস্তভ অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সদর দপ্তরের অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ এপ্রিল ভোরে ও এর আগের রাত থেকে কিয়েভের শাসকগোষ্ঠী ড্রোনের মাধ্যমে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে; যার সবগুলোই ব্যর্থ হয়েছে। রোস্তভ অঞ্চলে ৪৪টি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করা হয়। বাকিগুলো অন্যান্য এলাকায় ধ্বংস হয়।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশদের ভাষায়, এই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তর এ অঞ্চলের মূল শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত।

মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক, বেলগোরদ ও ক্রাসদোনার অঞ্চলও আক্রান্ত হয়।

ক্রেমলিন সমর্থিত ভাড়াটে সেনার দল ভাগনার গত জুনে বিদ্রোহ করে সাময়িকভাবে এ সদর দপ্তরটি দখল করে নিয়েছিল। পরবর্তীতে তাদের বিদ্রোহ দমন করা হয় এবং রহস্যজনকভাবে প্রাণ হারান দলটির নেতা ইয়েভগেনি প্রিগোঝিন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম