বুশরা বিবিকে বিষ খাওয়ানোর অভিযোগ, যা জানালেন চিকিৎসক

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানোর অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আসিম ইউসুফ।
তিনি জানিয়েছেন, আমি আজ সকালে বুশরা বিবির সঙ্গে দেখা করে মেডিকেল চেকআপ করেছি। এই মুহুর্তে বুশরা বিবিকে বিষ প্রয়োগ করার কোন প্রমাণ নেই, বুশরা বিবির শরীরে বিষ সম্পর্কিত কোন টেস্টও করা হচ্ছে না।খবর জিয়ো নিউজের।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, তার স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিল। মঙ্গলবার আদিয়ালা জেলে একটি মামলার শুনানির সময় একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান এ অভিযোগ করেন।
তোষাখানা মামলায় বুশরাকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ইমরান খানের। পরে ওই বাসভবনটি একটি সাব-জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাকিস্তান সরকার। এখনও সেখানেই বন্দি আছেন বুশরা।
ইমরান খান জানান, তার স্ত্রীর ত্বক ও জিহ্বায় এখনো বিষের পার্শ্বপ্রতিক্রিয়ার চিহ্ন রয়েছে।
বুশরা বিবির ব্যক্তিগত চিকিৎসক জানান, দুই মাস আগে খাওয়ার পর বুশরা বিবির স্বাস্থ্যের অবনতি হয়েছিল। তখন খাবার খেতে, গিলতে ও হজম করতে তার কষ্ট হয়। খাবারে অনেক মরিচ ছিলে বলে বুশরা বিবি চিন্তিত ছিলেন।
ডা. আসিমের মতে, বুশরা বিবির এ জাতীয় কোনো সমস্যা নিশ্চিত করা যায়নি। কোনো গুরুতর সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া ভালো হবে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সোমবার সেই সাজা কার্যকরের ওপর স্থগিরতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তা নিয়েই মঙ্গলবার বিশেষ শুনানি ছিল আদিয়ালা জেলের বিশেষ আদালতে।